মো. নাজিম উদ্দিন, নিজস্ব প্রতিবেদক, রায়পুরা:
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে আজ বুধবার নরসিংদীর রায়পুরা উপজেলার হাসিমপুরে অবস্থিত আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন নরসিংদীর জেলা প্রশাসক আবু নঈম মোহাম্মদ মারুফ খান।
এর আগে তিনি উপজেলার রাধানগর ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। পরিদর্শন কালে তিনি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের সার্বিক খোঁজ খবর নেন।
এ সময় সাথে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেন, সহকারী কমিশনার ভূমি শফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. বোরহান উদ্দিন, উপজেলা প্রকৌশলী শামীম ইকবাল মুন্না, স্থানীয় জন-প্রতিনিধিবৃন্দ।
পরে বিকেলে আশ্রয়ন প্রকল্প পরিদর্শন শেষে উপজেলা পরিষদের চেয়ারম্যান লাইলা কানিজ লাকিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন জেলা প্রশাসক আবু নঈম মোহাম্মদ মারুফ খান।
সংবাদটি সর্বমোট 307 বার পড়া হয়েছে