মাজেদুল ইসলাম, রায়পুরা থেকে:
নরসিংদীর রায়পুরা উপজেলার স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল-ফারুক মডেল মাদ্রাসার ২০২১ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অভিভাবকদের উপস্থিতিতে বুধবার সকালে প্রতিষ্ঠান হলরুমে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ্ব হাসান আলী ভূঁইয়া। সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদের সদস্য হাজী শাহ আলম ভূইয়া।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাওলানা মো. কামাল উদ্দিন এর সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সাবেক সভাপতি আব্দুর রহিম আলী, রায়পুরা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক মাজেদুল ইসলাম, প্রতিষ্ঠানের সদস্য মো. আলতাফ হোসেন, আবুল কাশেম খান, মো. নজরুল ইসলাম, শিক্ষক মাওলানা আব্দুল্লাহ আল নোমান, রিপন মোল্লা, আব্দুল জলিল সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মাওলানা আবুল হাসানাত। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
সংবাদটি সর্বমোট 313 বার পড়া হয়েছে