রায়পুরায় কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও  মুজিববর্ষ উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২১/২২ এর আওতায় গত সোমবার নরসিংদীর রায়পুরা উপজেলায় অনূর্ধ্ব-১৮ শিক্ষার্থীদের “কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর হোসেন। সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার ফারজিন আক্তার মুমু। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষকবৃন্দ।

সেরাজনগর এম এ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জেলা ক্রীড়া অফিস নরসিংদীর আয়োজনে প্রতিযোগিতাটি সম্পন্ন হয়। প্রধান অতিথি খেলায় চ্যাম্পিয়ন এবং রানার আপ দলের খেলোয়াড়দের মাঝে ব্যক্তিগত পুরস্কার এবং ট্রফি তুলে দেন।
খেলোয়াড়দের খেলায় উৎসাহী করার লক্ষ্যে পুরস্কার বিতরণী শেষে জেলা ক্রীড়া অফিসের পক্ষ থেকে বিদ্যালয়ের শিক্ষকদের মাঝে খেলার সামগ্রী বিতরণ করা হয়।

সংবাদটি সর্বমোট 248 বার পড়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *