রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আরমান মিয়া (১৫) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকালে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ধর্ষণের ঘটনাটি ঘটে। এই ঘটনায় রোববার সকালে ভুক্তভোগীর বাবা থানা থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযুক্ত আরমান উপজেলার উত্তর বাখর নগর ইউনিয়নের রতনপুর এলাকার বাসিন্দা। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৭টার সময় স্বজনরা শিশুটিকে বাড়িতে খোঁজাখুঁজি করে পাচ্ছিলেন না। পরে আরমান মিয়ার ঘর থেকে ওই শিশুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন স্বজনরা। এসময় প্রতিবেশীদের সামনে ওই শিশু তাকে নির্যাতনের বর্ণনা দেন। অভিযুক্ত আরমান তার বাড়িতে লোকজন না থাকার সুযোগে কৌশলে ওই শিশুকে ডেকে নিয়ে ঘরের দরজা বন্ধ করে জোরপূর্বক নির্যাতন চালায়।
এ ঘটনার পরদিন শনিবার সকালে ওই শিশুকে তার পরিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে ওই শিশু নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ভুক্তভোগীর বাবা বলেন, অভিযুক্তকে আইনের হাতে তুলে দেয়া হয়েছে। এই ঘটনার সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। সূত্র: নরসিংদী টাইমস
সংবাদটি সর্বমোট 152 বার পড়া হয়েছে