মাজেদুল ইসলাম, রায়পুরা থেকে:
নরসিংদীর রায়পুরা উপজেলার রায়পুরা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের ২০২১ সালের নিয়মিত শেষ সভা বৃহস্পতিবার সকালে ক্লাব ভবনে সফলভাবে সম্পন্ন হয়েছে।
এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মো. মোস্তফা খান। ক্লাবের সাধারণ সম্পাদক এম. নুর উদ্দিন আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়পুরা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা এবং রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেন। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুর রহমান, নবনির্বাচিত রায়পুরা পৌর মেয়র মো: জামাল মোল্লা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: বোরহান উদ্দিন প্রমুখ। সভায় নবাগত ওসি মো. আজিজুর রহমান এবং নবনির্বাচিত পৌর মেয়র মো. জামাল মোল্লাকে প্রেসক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। সভায় ক্লাবের চলতি বছরের আয়-ব্যায়ের চূড়ান্ত অনুমোদন সহ ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করা হয়। বক্তাগণ প্রেসক্লাবের উন্নয়ন, গতিশীলতা ও সুন্দর সমাজ বিনির্মাণে বলিষ্ঠ ভূমিকা রাখার ব্যাপারে উপস্থিত সাংবাদিকদের প্রতি দিকনির্দেশনামূলক উপদেশ প্রদান করেন। রায়পুরা প্রেসক্লাবের উপদেষ্টা মুসলেউদ্দিন বাচ্চুসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মো. ফরিদ উদ্দিন, সহ-সভাপতি মো. রফিকুল হক, মো. মাজেদুল ইসলাম, এস.এম. শরীফ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরিদ মিয়া, দপ্তর সম্পাদক ছালেক আহমেদ পলাশ, মহিলা বিষয়ক সম্পাদিকা লায়লী আক্তার, ক্রীড়া সম্পাদক জহির উদ্দিন নাসিম, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক এ.কে.এম সেলিম, সদস্য মো. হারুনুর রশিদ, মো. শাহনেওয়াজ ও মো. শফিকুল ইসলাম।
সংবাদটি সর্বমোট 238 বার পড়া হয়েছে