শিবপুরে আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আতাবুর রহমান সানি, শিবপুর প্রতিনিধি:

নরসিংদীর শিবপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ১৭ আগস্ট) বিকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে সদর রোড- শিবপুর বাসস্ট্যান্ড হয়ে কলেজ গেইট মুক্তি স্মারকে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে করে শেষ হয়।

বিএনপি-জামাতসহ চারদলীয় জোট সরকারের সময়ে দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে অনুষ্ঠিত মিছিলে নেতৃত্ব দেন শিবপুরের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব মো. জহিরুল হক ভূঞা মোহন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব মো. হারুনুর রশীদ খান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মো. মুহসীন নাজির, সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল। এছাড়া মিছিলে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি সর্বমোট 167 বার পড়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *