শিবপুরে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আতাবুর রহমান সানি, শিবপুর প্রতিনিধি :

নরসিংদীর শিবপুরে ৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও মুক্তিযুদ্ধের সংগঠক, জাতীয় চার নেতার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ৩ নভেম্বর (বুধবার) বিকেলে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সদর রোডস্থ আওয়ামী লীগের কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হারুনুর রশিদ খানের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূঁইয়া রাখিল এর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোহসীন নাজির,সহ-সভাপতি আজিজুর রহমান খান ভুলু মাষ্টার, সহ-সভাপতি নাজমুল হোসেন আনোয়ার মাষ্টার,যুগ্ম সম্পাদক আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রফেসর আব্দুল খালেক ও বিপ্লব চক্রবর্তী প্রমুখ।

সংবাদটি সর্বমোট 246 বার পড়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *