আতাবুর রহমান সানি, শিবপুর প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে ২০২০ ও ২০২১ সালে এসএসসি/সমমান এবং ২০২১ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং দিকনির্দেশনামূলক অনুষ্ঠান-২০২২ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১২ জুলাই) সকালে, প্রজ্বলন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব শিবপুরের উদ্যোগে, উপজেলার মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়।
প্রজ্বলনের সদস্য সাইফুল্লাহ খানের সভাপতিত্বে ও ঈসমাইল হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল হক ভূঁইয়া মোহন, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এন.আর.পি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর দেলোয়ার হোসেন ভূঁইয়া,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূঁইয়া রাখিল, সহসভাপতি আজিজুর রহমান খান (ভুলু মাস্টার), আলমগীর মৃধা আঙ্গুর, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ,সাবেক সহসভাপতি আব্দুল হাই মাস্টার, সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী প্রমুখ।
সংবাদটি সর্বমোট 288 বার পড়া হয়েছে