শিবপুর প্রতিনিধি:
নরসিংদীর শিবপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব ও শিবপুর থেকে বিএনপির এমপি প্রার্থী মনজুর এলাহী। তিনি বুধবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার শেরপুর আবেদ ভিলেজে (বাগানবাড়ী) এই মতবিনিময় করেন।
মতবিনিময় শেষে সাংবাদিকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন বিএনপি নেতা মনজুর এলাহী। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ছালেক রিকাবদার, বিএনপি নেতা প্রকৌশলী জমাদিউল হক, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম, সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসান, সাবেক সভাপতি নুরুল ইসলাম নূরচান ও আসাদুজ্জামান আসাদ, সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম রিপন ও আরিফুল ইসলাম খান, যুগ্ম সম্পাদক মোমেন খান, কোষাধ্যক্ষ আজমল হোসেন ভূইয়া প্রমুখ।
সংবাদটি সর্বমোট 181 বার পড়া হয়েছে