আতাবুর রহমান সানি, শিবপুর প্রতিনিধি :
নরসিংদীর শিবপুরে বাংলাদেশ স্কাউট দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা ও ৱ্যালী অনুষ্ঠিত হয়। ৮ এপ্রিল শনিবার সকালে শিবপুর উপজেলা পরিষদ মাঠ থেকে একটি ৱ্যালী বের করা হয়। পরে উপজেলা পরিষদ মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার ও শিবপুর উপজেলা স্কাউট কমিটির সভাপতি জিনিয়া জিন্নাত।
এ সময় উপস্থিত ছিলেন শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মোঃ আলমগীর, উপজেলা স্কাউট কমিটির কমিশনার ও শিবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুর রহমান খান, স্কাউট কমিটির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সহসভাপতি পারভীন বেগম, সহকারী কমিশনার মোঃ আসাদুজ্জামান আসাদ, মোঃ শাহিন, আলমগীর হোসেন, মোর্শেদুজ্জামান, কোষাধ্যক্ষ সেতারা বেগম,স্কাউট লিডার মোঃ কামাল হোসেন ও স্কাউট এবং গার্লস স্কাউট ছাত্র ছাত্রীবৃন্দ ।
সংবাদটি সর্বমোট 169 বার পড়া হয়েছে