শিবপুর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

 

শিবপুর প্রতিনিধি:

নরসিংদীর শিবপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

শিবপুর উপজেলা নির্বাহী অফিসার জিনিয়া জিন্নাত এর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, আইন শৃঙ্খলা কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা মুহসিন নাজির, শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ মোহাম্মদ হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আজিজুর রহমান খান ভুলু মাস্টার, সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক কাদির কিবরিয়া, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাহমুদুর রহমান, প্রেসক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলমসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

শিবপুরের বীরমুক্তিযোদ্ধা আবু সালেক রিকাবদারকে হাতে হ্যান্ডকাফ ও কোমরে রশি বেঁধে থানা থেকে কোর্টে প্রেরণ করায় আইন শৃঙ্খলার মাসিক সভায় দুঃখ প্রকাশ করেছেন শিবপুর মডেল থানার ওসি ফিরোজ তালুকদার।

সংবাদটি সর্বমোট 282 বার পড়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *