আতাবুর রহমান সানি, শিবপুর প্রতিনিধি:
শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষার লক্ষে নরসিংদির শিবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৭ আগস্ট (বুধবার) অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিলের সভাপতিত্বে অনুষ্ঠিত অবিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান। অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান, শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনিয়া জিন্নাত, শিবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সহ- সভাপতি ফারুক খান।
সংবাদটি সর্বমোট 189 বার পড়া হয়েছে