আমাদের রবীন্দ্র চর্চা করতে হবে –জেলা প্রশাসক, আবু নইম মোহাম্মদ মারুফ খান

নিজস্ব প্রতিবেদক:
৮ মে বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তমউদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি নরসিংদীর আয়োজনে শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
” মানবতার সংকট ও রবীন্দ্রনাথ ” বিষয়ক এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আল আমিন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মোহাম্মদ আলী, নরসিংদী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার শাহেদা খাতুন। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোস্তফা মনোয়ার।

আলোচনা শেষে জেলা শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি ও বাঁধনহারা থিয়েটার স্কুলের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

সংবাদটি সর্বমোট 187 বার পড়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *