কারারচর মৌলভী তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয়ে লোগো উন্মোচন

 

শিবপুর প্রতিনিধি:
নরসিংদীর শিবপুর উপজেলার কারারচর মৌলভী তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে লোগো উন্মোচন করা হয়েছে। শুক্রবার (১২ মে) বিকালে স্কুলের হল রুমে সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আয়োজনে লোগো উন্মাচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুবর্ণ জয়ন্তী উদযপান কমিটির আহবায়ক ও অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তোফাজ্জল হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কারারচর মৌলভী তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শিল্পপতি কায়সার আহমেদ ইভান, প্রাক্তন ছাত্র শিল্পপতি নুর উদ্দিন মোল্লা, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওবায়দুল হক, স্থানীয় ইউপি সদস্য রতন মিয়া, প্রাক্তন ছাত্র কবির হোসেন, মাহবুব হোসেন মামুন, সাংবাদিক রাসেল মিয়াসহ উদযাপন কমিটির অন্যান্য সদস্যগণ।

অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক সাবেক ভিপি তোফাজ্জল হোসেন বলেন, কারারচর মৌলভী তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয়টির সুনাম সারাদেশে। এটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৭৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত ৫০ বছর পূর্ণ হয়েছে। আমরা প্রাক্তন ছাত্র-ছাত্রীরা আগামী অক্টোবর মাসে একটি সুন্দর সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান করে প্রতিষ্ঠানটির মর্যাদা আরো বৃদ্ধি করতে চাই। আজ লোগো উন্মোচনের মধ্য দিয়ে কার্যক্রমের যাত্রা শুরু হয়েছে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

সংবাদটি সর্বমোট 149 বার পড়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *