নবকণ্ঠ ডেস্ক:
গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮ জন মারা গেছেন। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ২১৩ জন।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত হয়ে আজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৯২ জন। এরমধ্যে ঢাকায় ৩৭২ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ৩২০ জন ভর্তি হয়েছেন।
আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২ হাজার ৮৫১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৬৩৮ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছেন ১ হাজার ২১৩ জন রোগী।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে,এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৪৯ হাজার ৯৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩২ হাজার ৫৩৫ জন এবং ঢাকার বাইরে ১৭ হাজার ৪৫৭ জন।
অন্যদিকে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়েছেন ৪৬ হাজার ৯২৮ জন। এর মধ্যে ঢাকায় ৩০ হাজার ৭৭১ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ১৬ হাজার ১৫৭ জন। সূত্র: বাসস
সংবাদটি সর্বমোট 174 বার পড়া হয়েছে