নবকণ্ঠ ডেস্ক:
দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ১ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৩ জন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা বলা হয়।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৮ জন ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকা বিভাগে ১০ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রোগী রয়েছেন ৮ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ জানুয়ারি থেকে ২১ মার্চ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছে ৮১৩ জন। তাদের মধ্যে ঢাকায় ৩৯৮ জন এবং ঢাকার বাইরে ৪১৫ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ৯ জনের। এ ছাড়া ডেঙ্গু আক্রান্ত ৭৮৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছ। সূত্র: বাসস
সংবাদটি সর্বমোট 296 বার পড়া হয়েছে