অনলাইন ডেস্ক:
গাজীপুরের কালীগঞ্জে একটি পাটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে বিপুল পরিমাণ পাটসহ গুদামঘরটি।
আজ বুধবার (২০ অক্টোবর) ভোর সোয়া ৫টার দিকে উপজেলার জামালপুর বাজারে অবস্থিত গুদামটিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্র জানায়, আজ ভোরে পাটের গুদামের আধাপাকা ঘরটিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
গুদামটির মালিক মো. মোহসীনের দাবি, গুদামে ৯০০ মণ পাট ছিল। আগুনে তা পুড়ে যাওয়ায় তাঁর প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. শামীম ভূঁইয়া অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি বলে জানান তিনি। সূত্র: কালের কণ্ঠ
সংবাদটি সর্বমোট 217 বার পড়া হয়েছে