জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষ্যে নরসিংদীতপ প্রস্তুতি সভা 

নরসিংদীর নবকণ্ঠ ডেস্ক:

গতকাল রবিবার নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী ৫ ও ৬ মে বঙ্গবন্ধু পৌরপার্কে সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত উক্ত বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম। সভাপতি তাঁর বক্তব্যে বলেন, ‘দেশের আর্থ-সামাজিক উন্নয়নের অভিযাত্রাকে আরও গতিশীল করতে বিজ্ঞান ও প্রযুক্তির যথাযথ এবং টেকসই প্রয়োগ প্রয়োজন। দেশের উন্নয়নকে আরও বেগবান করতে বিজ্ঞান মনস্ক জাতির প্রয়োজন। বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে আমাদের অর্জন প্রত্যাশিত পর্যায়ের উন্নীত করতে শিক্ষার্থীদের মাঝে প্রয়োজন বিজ্ঞান চর্চা। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা এ চর্চাকে ত্বরন্বিত করবে।’

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোবাশ্বের আলম, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসারগণ, জেলা পুলিশের প্রতিনিধি, স্থানীয় বিজ্ঞান ক্লাবের সদস্যসহ গণমাধ্যম কর্মীগণ।

শান্ত বণিক/নবকণ্ঠ 

সংবাদটি সর্বমোট 185 বার পড়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *