ডেঙ্গু নিয়ে নতুন ৭০ রোগী হাসপাতালে ভর্তি

 

নবকণ্ঠ ডেস্ক:

দেশে নতুন ৭০ ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকার ৫৬ জন ও ঢাকার বাইরের ১৪ জন আছেন। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

এদিকে জুলাই মাসের ২০ দিনে সর্বোচ্চ ৮২১ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

চলতি বছরে জুলাইয়ের ২০ দিনে সর্বোচ্চ সংখ্যক রোগী ভর্তি হয়েছে। গত জুন মাসে ৭৩৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়।

এর আগে গতকাল মঙ্গলবার দুজনের মৃত্যু ও নতুন ৫১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তির খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। চলতি বছর মোট ৫ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

এখন দেশের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে মোট ২৪৪ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকায় ১৮৮ জন রোগী ভর্তি আছে। আর ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ৫৬ জন রোগী ভর্তি আছে।

গত বছর ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৮ হাজার ৪২৯ হাসপাতালে ভর্তি ছিলেন। এর মধ্যে ১০৫ জন ডেঙ্গু জ্বরে মারা যান। সূত্র: কালের কণ্ঠ

সংবাদটি সর্বমোট 350 বার পড়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *