তোমরা শহীদ শেখ কামালের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে –আবু নইম মোহাম্মদ মারুফ খান

নবকন্ঠ ডেস্ক:
দেশের আধুনিক ক্রীড়া সংগঠক, সাংস্কৃতিক আন্দোলনের পথিকৃৎ বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩ তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান শিক্ষার্থীদের উদ্যেশ্যে বলেন, আমরা তোমাদের ভালো মানুষ হওয়ার কথা বলি। জীবনে বড় হওয়ার জন্য তোমাদের সামনে শহীদ শেখ কামাল মডেল। বহুমাত্রিক প্রতিভার অধিকারী শহীদ শেখ কামাল ছিলেন একাধারে শিল্পী, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক ও পৃষ্ঠপোষক। তিনি গড়ে তুলেন সাংস্কৃতিক সংগঠন ” স্পন্দন শিল্পী গোষ্ঠী ও ক্রীড়া সংগঠন ” আবাহনী ক্রীড়াচক্রের ” মতো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। মাতৃভূমির ইতিহাসের অন্যতম সূর্য সন্তান শহীদ শেখ কামাল ২৬ বছরের ক্ষুদ্র জীবনকে সজ্জিত করেছিলেন অনন্য কর্মপ্রভায়। তোমরা শহীদ শেখ কামালের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে।
৫ আগস্ট জেলা প্রশাসন নরসিংদীর আয়োজনে শিশু একাডেমির আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবদুল্লাহ আলী জাকী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিভিল সার্জন ডা. নুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জি এম তালেব হোসেন, নরসিংদী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালিব পাঠান। এসময় উপস্থিত ছিলেন ডিডিএলজি ভূঞা মোহাম্মদ রেজাউর রহমান সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তফা মনোয়ার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ এস এম ইবনুল হাসান ইভেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী মোর্শেদ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপপরিচালক মো. মোখলেছুর রহমানসহ জেলা কর্ণধারগণ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ।

আলোচনা শেষে শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এনজিও প্রতিনিধিদের মাঝে নানান প্রজাতির চারা গাছ বিতরণ করেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।
বাদ জুম্মা নরসিংদী কালেক্টরেট জামে মসজিদ,মন্দির ও ধর্মীয় উপাসনালয়ে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বিকেল ৩ টায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে নরসিংদী মুসলেহ উদ্দিন ভূঞা স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সকাল ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন জয় বাংলা চত্বরে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর স্মরণে নির্মিত প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

জেলা পর্যায়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে সর্বপ্রথম পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান। পরবর্তীতে তিনি জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের প্রশাসক হিসেবে বীর মুক্তিযোদ্ধাগণকে সাথে নিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।
এরই ধারাবাহিকতায় বিভিন্ন সরকারী দপ্তর, সামাজিক- সাংস্কৃতিক- রাজনৈতিক সংগঠন সহ সর্বস্তরের নরসিংদীবাসী শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
নরসিংদী জেলার রায়পুরা, শিবপুর, বেলাব, মনোহরদী ও পলাশ উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি, স্বাধীনতার মহান স্থপতি, মুক্তির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩ তম জন্মবার্ষিকী নানান কর্মসূচির মাধ্যমে পালন করা হয়েছে।

সংবাদটি সর্বমোট 174 বার পড়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *