দেশে ডেঙ্গু আক্রান্ত ১৩৫ জন রোগী হাসপাতালে ভর্তি

গত কয়েকদিনে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। ২৪ ঘন্টায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৩৫ জন রোগী ভর্তি হয়েছেন।
এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৪৪৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকায় ১১৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আর ঢাকার বাইরের হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ১৯ জন। চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৯ জন।
এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৪ হাজার ৪৮০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকায় মোট ভর্তি রোগী ৩ হাজার ৭৩৫ জন এবং ঢাকার বাইরে ভর্তি রোগী ৭৪৫ জন। অন্যদিকে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৪ হাজার ৭ জন। ঢাকায় মোট ছাড়প্রাপ্ত রোগী ৩ হাজার ৩৩৪ জন এবং বিভিন্ন স্থানে ৬৭৩ জন। (বাসস)

সংবাদটি সর্বমোট 113 বার পড়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *