দেশে ডেঙ্গু আক্রান্ত ১৭৬ জন রোগী হাসপাতালে ভর্তি

নবকণ্ঠ ডেস্ক :

গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৭৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।  এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৬১৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।
আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকায় ১৪৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আর ঢাকার বাইরের হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৩২ জন। চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৯ জন।
এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৫ হাজার ৪৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে ঢাকায় মোট ভর্তি রোগী ৪ হাজার ৫৪৩ জন, ঢাকার বাইরে ভর্তি রোগী ৯৪৯ জন। অন্যদিকে ছাড়প্রাপ্ত রোগী ছিল ৪ হাজার ৮৬০ জন। এর মধ্যে ঢাকায় মোট ছাড়প্রাপ্ত রোগী ৪ হাজার ২৭ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ৮৩৩ জন। সূত্র: বাসস

সংবাদটি সর্বমোট 145 বার পড়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *