নরসিংদীতে অসাম্প্রদায়িক চেতনায় জেলা সামাজিক সম্প্রীতি সমাবেশ

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে অসাম্প্রদায়িক চেতনায় ধর্মীয় ও সামাজিক বন্ধনকে এগিয়ে নিতে ‘জেলা সামাজিক সম্প্রীতি সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে জেলা শিশু একাডেমির অডিটরিয়ামে এই সমাবেশ করা হয়।
এর আগে প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে জেলা প্রশাসনের উদ্যোগে আন্তঃধর্মীয় বন্ধনকে সুসংহত রাখা এবং অসাম্প্রদায়িক চেতনায় ধর্মীয় ও সামাজিক বন্ধনকে এগিয়ে নিতে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সামাজিক সম্প্রীতি কমিটি গঠন করা হয়। এসব সামাজিক সম্প্রীতি কমিটির সমন্বয়ে ‘জেলা সামাজিক সম্প্রীতি সমাবেশ’ এর আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভাপতি ও জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান। জেলা সামাজিক সম্প্রীতি কমিটির সদস্য সচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক মস্তোফা মনোয়ার এর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, নরসিংদী জেলা আওয়ামীলীগের সভাপতি জিএম তালেব হোসেন, নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু, নরসিংদী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, নরসিংদী শাখার সভাপতি অহিভূষন চক্ৰবৰ্তী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অনিল চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক সুব্রত কুমার দাশ।

সংবাদটি সর্বমোট 157 বার পড়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *