নরসিংদীতে অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরি, এক লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান এর নির্দেশনা মোতাবেক নরসিংদী সদর এলাকার হাজীপুরে অবস্থিত অবৈধ অস্বাস্থ্যকর পরিবেশে স্থাপিত ফুড প্রোডাক্টস প্রতিষ্ঠানে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর উপর বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

মঙ্গলবার বিকেলে পরিচালিত এ অভিযানে প্রতিষ্ঠানগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বারংবার ব্যবহৃত ভোজ্য তেল, অখাদ্য রং ও মিথ্যা তথ্যবিশিষ্ট প্যাকেটজাত খাদ্য পাওয়া যায়। এছাড়া কোন ধরণের নিবন্ধন রয়েছে কি না তা যাচাই করেন জেলা প্রশাসন, নরসিংদীর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিনাত ফৌজিয়া।

এ সময় তিনি নিবন্ধন না থাকায়, মিথ্যা তথ্য খাদ্যের প্যাকেটের গায়ে প্রচারের জন্য এবং অস্বাস্থ্যকর পরিবেশের জন্য মেসার্স নুপুর এন্ড ফুড প্রোডাক্টস এবং মিতালী ফুড প্রোডাক্টকে এক লাখ টাকা অর্থদণ্ড দেয় মোবাইল কোর্টের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানকালে নরসিংদী সদরের স্যানিটারি ইন্সপেক্টর সহযোগিতা করেন এবং জেলা পুলিশের একটি টিম সাথে ছিলেন। নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে নরসিংদীর জেলা প্রশাসন বদ্ধপরিকর।

সংবাদটি সর্বমোট 144 বার পড়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *