নরসিংদীতে আইডিইবি’র ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নাজমুল হাসান, নিজস্ব প্রতিবেদক:

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইনঞ্জিয়ার্স, বাংলাদেশ ( আইডিইবি)র গৌরবোজ্জ্বল ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে নরসিংদী জেলা আইডিইবি আজ সকাল ১০টায় শহরের মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে ” টেকসই উন্নয়নে – নবায়নযোগ্য জ্বালানি ” প্রতিপাদ্য শীর্ষক আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসন নরসিংদীর সাংসদ তামান্না নুসরাত বুবলী। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী পৌরসভার মেয়র মোঃ আমজাদ হোসেন বাচ্চু ও নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় আইডিইবি’ র জনসংযোগ ও প্রচার সম্পাদক প্রকৌঃ মোঃ সিরাজুল ইসলাম, ভোকেশনাল শিক্ষক সমিতি, বাংলাদেশ কেন্দ্রীয় সাধারন সম্পাদক প্রকৌঃ প্রণব কুমার দেব ও গণপূর্ত ডিপ্রকৌস কেন্দ্রীয় নির্বাহী সদস্য প্রকৌঃ আবদুল খালেক আকন্দ প্রমূখ নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।
জেলা আইডিইবি ‘ র সহ-সভাপতি প্রকৌঃ রোটাঃ মোঃ বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি তামান্না নুসরাত বুবলী এমপি মহতী অনুষ্ঠানে তাঁকে সম্পৃক্ত করায় জেলা আইডিইবি ভূয়সী প্রশংসা করেন।
আমন্ত্রিত অতিথিদ্বয় জেলা আইডিইবি’র সহযোগিতা সর্বদা তাদের পাশে থাকার আশ্বাস দিয়ে ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা সত্ত্বেও নরসিংদীতে তাদেরকে খাস জায়গা বরাদ্দ দানের
ফাইল টি আমলাতান্ত্রিক জটিলতায় দীর্ঘ সময় বন্দিদশায় থাকায় বিম্ময় প্রকাশ করেন। তাঁরা অতি দ্রুততম সময়ে অন্যান্য জেলার ন্যায় নরসিংদী আইডিইবি কে খাস জায়গা বরাদ্দ দানের জন্য জেলা প্রশাসনকে আহ্বান জানান।
এ ছাড়া কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে, আইডিইবি ৫১ বছরের গৌরবোজ্জ্বল ভূমিকা ও অদূর ভবিষ্যতে দেশ ও জাতির উন্নয়নে করণীয় এবং ” টেকসই উন্নয়নে নবায়নযোগ্য জ্বালানি ” প্রতিপাদ্যে বিশদ আলোচনা করেন। সভার শুরুতে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন জেলা আইডিইবি ‘ র সাধারণ সম্পাদক প্রকৌশলীঃ মোঃ মনিরুজ্জামান। তিনি আক্ষেপ করে বলেন, দীর্ঘ সময় অতিবাহিত হলেও আমাদের প্রাণন্তকর চেষ্টার কোনো মূল্যায়ন না করে ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা সত্ত্বেও অজ্ঞাত কারণে আমাদের এক খন্ড খাস ভূমি বরাদ্দ হচ্ছে না। সভা সঞ্চালনার দায়িত্বে ছিলেন, জেলা আইডিইবি’র যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ মোখলেছুর রহমান। সভাশেষে প্রধান অতিথি পায়রা উড়িয়ে, ফিতা কেটে জেলা আইডিইবির প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাঢ্য র‍্যালির উদ্বোধন করেন। সহস্রাধিক পলিটেকনিক ছাত্র শিক্ষক ও পেশাজীবি ডিপ্লোমা প্রকৌশলী সমন্বয়ে দৃষ্টি নন্দন বর্ণাঢ্য র‍্যালি টি অতিথি গণকে নিয়ে বাদ্যের তালে তালে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নরসিংদী প্রেসক্লাব প্রাঙ্গণে গিয়ে সমাপ্ত হয়।

সংবাদটি সর্বমোট 260 বার পড়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *