নরসিংদীতে একাধিক হত্যা মামলার আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

 

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে মো.হাবিবুর রহমান ওরফে হবিকে (৪০) একাধিক হত্যা ও বিষ্ফোরক মামলার আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার ভোর সোয়া ৫ টার দিকে সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া (গাবতলী গ্রিন রোড) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসময় তার কাছ থেকে একটি দেশীয় পাইপগান ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে নরসিংদীর রায়পুরা থানায় ৩ টি হত্যা, ৪টি বিষ্ফোরকসহ টেঁটা যুদ্ধের মোট ৭ মামলা রয়েছে। গ্রেপ্তার হওয়া হাবিবুর রহমান রায়পুরা উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের বালুয়াকান্দি এলাকার মৃত শসসের আলীর ছেলে।

র‌্যাব-১১ নরসিংদী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেপ্তার হওয়া আসামী মো. হাবিবুর রহমান একজন কুখ্যাত টেঁটা যোদ্ধা। সে নরসিংদীর রায়পুরা থানার বাঁশগাড়ী চরাঞ্চলে টেঁটা লড়াইয়ে নেতৃত্ব দেয়। সে অন্যদের কাছে টেঁটা, আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক সরবরাহ করে জনমনে ভীতি সঞ্চার করে। এরই পরিপ্রেক্ষিতে গোয়েন্দা নজরদারীর মাধ্যমে আসামীর অবস্থান নিশ্চিত হয়ে সদর থানার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া (গাবতলী গ্রিন রোড) তার ভাড়া বাড়ি থেকে অস্ত্র ও গুলিসহ হাতে নাতে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে নরসিংদী সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি সর্বমোট 185 বার পড়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *