নরসিংদীতে ক্লে-বার্ড কিন্ডার গার্টেন এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নরসিংদীর নবকণ্ঠ ডেস্ক:

নরসিংদীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ক্লে-বার্ড কিন্ডার গার্টেন এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫ জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় প্রাঙ্গণে আজ সোমবার (১৭ ফেব্রুয়ারী) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য রোকেয়া আহমেদ লাকী। দিনব্যাপি অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নরসিংদী শহর শাখার সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূইয়া।
সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক নরসিংদীর নবকণ্ঠ এর প্রধান সম্পাদক ও দৈনিক বাংলার নবকণ্ঠের বিশেষ প্রতিনিধি শান্ত বণিক, নরসিংদী প্রতিনিধি খন্দকার আমির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো. মাসুদ, সাউন্ড মাইক লাইট এসোসিয়েশন নরসিংদী জেলার নির্বাহী সদস্য শরীফ মো. এহতেশামুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লে-বার্ড কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ডা. রমজান আলী প্রামাণিক।
ক্রীড়া অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, ক্লে বার্ড কিন্ডারগার্টেনের পরিচালক রোকসানা আক্তার নিলা, অভ্যর্থনায় ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ তিথি সূত্রধর।
খেলাধুলা পরিচালনায় ছিলেন সিনিয়র শিক্ষক রাদিকা সুলতানা ও সহকারী শিক্ষক তাহমিনা জাহান, ফারজানা আক্তার মনি। ফলাফল সংরক্ষণের দায়িত্বে ছিলেন, সহকারী শিক্ষক সামিতা আক্তার, ফারজানা আক্তার। ধারা বর্ণনায় ছিলেন, তিথি সূত্রধর ও সামিতা। প্রাথমিক চিকিৎসায় নিয়োজিত ছিলেন, ডা. শরিফ মিয়া।
এ সময় আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক শেফালী আক্তার, রুমানা আক্তার শিলা, শাহ আলম নিলয়। প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে সকল বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।

সংবাদটি সর্বমোট 276 বার পড়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *