নিজস্ব প্রতিবেদক:
মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে নরসিংদীতে চারদিন ব্যাপী বইমেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা শিল্পকলা একাডেমির সামনের চত্বরে এই মেলার উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা শীর্ষক এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।
পরে এই উপলক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তফা মনোয়ারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম মোস্তাফা মিয়া, সেক্টর কমান্ডারস ফোরাম ৭১ জেলা শাখার সভাপতি আব্দুল মোতালিব পাঠান, নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ মশিউর রহমান মৃধা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল্লাহ আল জাকী, জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান শামীম আরা সুবর্ণা। অনুষ্ঠান সঞ্চালন করেন ভেলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবৃত্তি শিল্পী মো. আলতাফ হোসেন রানা।
এ সময় বক্তারা জাতীয় চার নেতা ও জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, যাদের অবদানে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, তাদের সম্পর্কে জানতে হবে। আর সেজন্যে আমাদেরকে বেশি বেশি বই পড়তে হবে।
সংবাদটি সর্বমোট 227 বার পড়া হয়েছে