নরসিংদীতে জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধের টিকাদান শুরু

নরসিংদীর নবকণ্ঠ ডেস্ক:
নরসিংদীতে শুরু হয়েছে জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধের টিকাদান কার্যক্রম। আজ রবিবার সকালে শহরের এনকেএম হাইস্কুল এন্ড হোমসে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা.মো. নুরুল ইসলাম।
পঞ্চম থেকে নবম শ্রেনীর সকল শিক্ষার্থীদের বিনামূল্যে এই টিকা দেয়া হচ্ছে৷ আজ থেকে ১৮ কর্মদিবসের মধ্যে পুরো জেলায় ১ লাখ ৪৮ হাজার ডোজ এইচপিডি টিকা দেওয়া হবে। এই কার্যক্রম চলবে বিভিন্ন স্কুলে৷ আজ প্রথম দিনে জেলার ১৩৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৮ হাজার শিক্ষার্থী পাচ্ছে এই টিকা।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু কাউছার সুমন এর কন্যা ৫ম শ্রেনীর ছাত্রী মারশিহা তাসনিমকে টিকা প্রদানের মাধ্যমে টিকা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনের আগে জরায়ুমুখের ক্যান্সার নিয়ে সচেতনতামূলক আলোচনা করেন সিভিল সার্জন। এ সময়, অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তফা মনোয়ার, পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু, অতিরিক্ত পুলিশ সুপার ফজলে খোদাসহ স্বাস্থ্য বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি সর্বমোট 336 বার পড়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *