নরসিংদীতে দিনব্যপী পিঠা উৎসব

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে দিনব্যপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার ন্যাশনাল কলেজ অব এডুকেশন নামে জেলার বেসরকারি একটি কলেজ এই উৎসবের আয়োজন করে ।

উৎসবে, কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি অভিবাবক ও কলেজটির শিক্ষকরা উপস্থিত ছিলেন। উৎসব উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান। এছাড়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবদুল্লাহ আল জাকি, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এবং ন্যাশনাল কলেজ অব এডুকেশনের অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, নরসিংদী কলেজ শিক্ষক সমিতির সভাপতি ড. মশিউর রহমান মৃধা প্রমুখ স্টলগুলো পরিদর্শন করেন।

পিঠাঞ্জলি, হাউ মাউ পিঠা খাও, পিঠাবিলাস ইত্যাদি নানাবিধ নামে ১২ টি স্টল নিয়ে আয়োজিত এই মেলায় ১৫০ এর অধিক রকমের পিঠা নিয়ে হাজির হয় শিক্ষার্থীরা। পিঠার প্রকারভেদ, স্টল সাজসজ্জা ও উপস্থাপনা এই তিন ক্যটাগরি বিবেচনায় উৎসবে ১ম স্থান অধিকার করে টুনাটুনির পিঠাঘর, সমন্বিতভাবে ২য় স্থান দখল করে আদি ঐতিহ্য সরোবর এবং হাউ মাউ পিঠা খাও, ৩য় স্থান অর্জন করে আহারি বাহারি পিঠালয় নামে একটি স্টল।

সংবাদটি সর্বমোট 239 বার পড়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *