নরসিংদীতে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচীর উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত

অরবিন্দ রায়:

নরসিংদীতে শিক্ষা মন্ত্রণালয়ের পাঠাভ্যাস উন্নয়ন কর্মশালা সোমবার অনুষ্ঠিত হয়। নরসিংদী আঞ্চলিক সমবায় ইনস্টিটিউশনে সকাল সাড়ে নয়টায় রেজিস্ট্রেশন ও কর্মশালার উপকরণ বিতরনের মধ্য দিয়ে শুরু হয়। নরসিংদী সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন নরসিংদী সদর উপজেলার চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূইয়া, বিশেষ অতিথি ছিলেন নরসিংদী জেলার শিক্ষা অফিসার গৌতম মিত্র, বিশ্বসাহিত্য কেন্দ্রের সংগঠক আনিসুর রহমান ভূইয়া, পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচীর টিম ম্যানেজার মাহাবুব হাসান, ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচীর নরসিংদী দায়িত্বপ্রাপ্ত সাহাল উল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। নরসিংদী সদর উপজেলার ৬১ টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এক জন সহকারী শিক্ষক কর্মশালায় অংশগ্রহন করেন। সারাদেশে ৬৪টি জেলায় ৩০০টি উপজেলায় পনের হাজার মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচী চালু করা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস ও পাঠদক্ষতার উন্নয়ন ঘটবে। শিক্ষার্থীর সৃজনশীলতা ও চিন্তা শক্তি বৃদ্ধি পাবে। শিক্ষার্থীরা নতুন শব্দ ও তার প্রযোগ শিখবে। আনন্দের মধ্য দিয়ে পাঠ্য বিষয়ের পাশাপাশি অন্যান্য বিষয়ে জ্ঞান অর্জন করতে পারবে বলে মনে করছেন প্রকল্প সংশ্লিষ্টরা।

সংবাদটি সর্বমোট 115 বার পড়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *