নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে ফের বাড়ছে করোনা সংক্রমণের হার। তিনদিনে ২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার নরসিংদীর সিভিল সার্জন মো: নূরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার মোট ৪১টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে আরটিপিসিআর ল্যাবে ১৯ জনের পরীক্ষায় ১জন ও র্যাপিড অ্যান্টিজেনে ২২ পরীক্ষায় ৮ জনের করোনা শনাক্ত হয়। নমুনার সংখ্যা বিবেচনায় শনাক্তের হার ২১.৯৫ শতাংশ।
এর আগে গত রোববার র্যাপিড অ্যান্টিজেনে ২২ পরীক্ষায় ৬ জনের করোনা শনাক্ত হয়। নমুনার সংখ্যা বিবেচনায় শনাক্তের হার ২৭ শতাংশ।
এছাড়া গত শনিবার ৩৮টি র্যাপিড অ্যান্টিজেনের পরীক্ষায় ৮ জনের করোনা শনাক্ত হয়। নমুনার সংখ্যা বিবেচনায় শনাক্তের হার ২১.০৫ শতাংশ।
বর্তমানে মোট করোনা রোগীর সংখ্যা ৪৮ জন, এরমধ্যে ২ জন হাসপাতালে চিকিৎসাধীন। এই পর্যন্ত জেলায় মোট ১৩ হাজার ৭১৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
সংবাদটি সর্বমোট 160 বার পড়া হয়েছে