নরসিংদীতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ উৎসব ভাতাসহ ৫ দফা দাবিতে শিক্ষক বন্ধন

অরবিন্দ রায়:
নরসিংদীতে বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, শতভাগ উৎসব ভাতা সহ ৫ দফা দাবিতে শিক্ষক বন্ধন করেছে। শুক্রবার বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের উদ্যেগে নরসিংদীর ডিসি রোডে প্রেস ক্লাবের সামনে এ শিক্ষক বন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের জেলা কমিটির আহবায়ক মো. হারুন অর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন নাজির, কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মো. মাসুম বিল্লাহ, কেন্দ্রীয় কমিটির সদস্য নূর হোসেন ভূইয়া, জেলা কমিটির যুগ্ম আহবায়ক আফজাল হোসেন কাজল, শরিফুল ইসলাম, জাকির হোসেন, আসাদুজ্জামান সিদ্দিক, সদস্য সুকুমার চন্দ্র কর, পলাশ উপজেলা বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের সভাপতি সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক বরুন চন্দ্র দাস, নরসিংদী সদর, রায়পুরা, শিবপুর, মনোহরদী, পলাশ, বেলাব উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকরা শিক্ষক বন্ধনে অংশগ্রহণ করেন।
পাঁচদফা দাবি হলো, শতভাগ উৎসব ভাতা ও বাড়ি ভাড়া। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ষষ্ঠ গ্রেড, সহকারী প্রধান শিক্ষক ৭ম গ্রেড প্রদানের দাবি। প্রতিষ্ঠান প্রধান ও সহ প্রধানদের উচ্চতর গ্রেড প্রদান। বেসরকারি শিক্ষকদের বদলী ও এন টি সি আর সি মাধ্যমে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক নিয়োগের ব্যবস্থা করা। সকল এমপিও শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা।
সভায় বক্তারা বলেন, আমরা শিক্ষক, আমাদের জন্য রাজপথ নয়। আমাদের শ্রেণী কক্ষেই মানায়, আমরা সেখানেই থাকতে চাই। বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা দূর করা। সবার জন্য শিক্ষা নিশ্চিত করে নিরক্ষর মুক্ত বাংলাদেশ গড়ার দাবি জানানো হয়।

সংবাদটি সর্বমোট 309 বার পড়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *