নরসিংদীর নবকণ্ঠ ডেস্ক:
নরসিংদী জেলার নিয়মিত ফিচার কাগজ ব্রহ্মপুত্র, এর উদ্যোগে ও আয়োজনে এবং সংশ্লিষ্টদের অংশ গ্ৰহণে এক বর্ণাঢ্য নৌবিহার সম্পন্ন হয়েছে। নরসিংদীর অন্যতম পুরাতন নদ ব্রহ্মপুত্রের সাথে মিলিতরুপ মেঘনা নদীর আপার অংশে জেগে উঠা চরের আঁকে বাঁকে ঘুরে ঘুরে ভ্রমন পিপাসুরা অনাবিল তৃপ্তি আস্বাদন ও সৌন্দর্য উপভোগ করেন। আফজলের চর ছিলো ভ্রমনের অন্যতম স্পট। নদীর দুপাড়ের সুদৃশ্য ঘরবাড়ি, ভাসমান নৌযান, পাখপাখালিদের মুখরিত কলরব,ভেসে আসা বিভিন্ন গানের ছন্দোময় সুর, উড়ন্ত বলাকা আর হংসমিথুনদের পানি পানি খেলা দেখে দেখে সময় কেটে যায় মনের অজান্তেই। স্মৃতির পাতায় লেখা হয়ে যায় এক নতুন খাতা। সুস্বাদু ভোজন তৃপ্তির ঢেকুর আর নিজস্ব শিল্পীদের কন্ঠ মাধুর্যে ভরে উঠে ভ্রমনটি হয় সৌহার্দ্য ও সম্পীতির এক মহা মিলন।
-অংশগ্ৰহণ করে যারা নৌবিহারকে প্রাণবন্ত করে তুলেছেন তাদের মধ্যে সর্বজন শ্রদ্ধেয় নরসিংদী সরকারি কলেজের সাবেক প্রিন্সিপাল ও ব্রহ্মপুত্র পত্রিকার উপদেষ্টা সম্পাদক, গোলাম মোস্তাফা মিয়া, লেখক, সাবেক উপজেলা শিক্ষা অফিসার ও দৈনিক নরসিংদীর নবকন্ঠ এর উপদেষ্টা নূরুদ্দীন দরজী, ব্রহ্মপুত্র পত্রিকা সম্পাদক সুমন ইউসুফ, প্রকাশক ও ভাই গিরিশচন্দ্র সেন পাঠাগারের সভাপতি মোহাম্মদ শাহীনুর মিয়া, নির্বাহী সম্পাদক শাহীন সোহান, ব্রহ্মপুত্রের সকল কবি, লেখক, শুভানুধ্যায়ী ও পত্রিকা সংশ্লিষ্ট অনেকই।
সংবাদটি সর্বমোট 348 বার পড়া হয়েছে