নরসিংদীর নবকণ্ঠ ডেস্ক:
আজ (১৬ মার্চ) শনিবার বিকেলে নরসিংদী সদর উপজেলার শীলমান্দি, বটতলা এবং ভেলানগর বাজার মনিটরিং করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা সুলতানা নাসরীন।
এ সময় তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ পৃথক ২টি মামলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা সুলতানা নাসরীন জানান, অভিযুক্ত ব্যক্তিরা তাদের অপরাধ স্বীকার করায় পৃথক দুটি মামলায় ৬ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। তিনি আরো বলেন, অভিযানের সময় মূল্য তালিকা সংরক্ষণ, অস্বাস্থ্যকর খাবার বিক্রি না করা সহ প্রয়োজনীয় পরামর্শ দেয়া হয়। এছাড়া ভোগ্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
-শান্ত বণিক/নবকণ্ঠ
সংবাদটি সর্বমোট 201 বার পড়া হয়েছে