নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় জেলা প্রশাসনের পক্ষ থেকে জাতীয় শোক দিবস পালন

নবকণ্ঠ ডেস্ক:

জাতীয় শোক দিবস ২০২২ উপলক্ষ্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, মুক্তির মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়েছে।
আজ ১৫ আগস্ট সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, মুক্তির মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জেলা পর্যায়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিনিধিস্বরূপ নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অবস্থিত ‘জয় বাংলা চত্বরের’ কেন্দ্রস্থলে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরাল “জাগ্রত জাতিসত্তায়” পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান।
এরপর তিনি জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের প্রশাসক হিসেবে বীর মুক্তিযোদ্ধাগণকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন। পরবর্তীতে জেলা পর্যায়ের সরকারি দপ্তর, সামাজিক-সাংস্কৃতিক- রাজনৈতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্তরের নরসিংদীবাসী পর্যায়ক্রমে উক্ত ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।
জাতীয় শোক দিবস ২০২২ উপলক্ষ্যে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতেও পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সংবাদটি সর্বমোট 157 বার পড়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *