নরসিংদীতে হত্যা মামলার পলাতক আসামী কাদির গ্রেফতার

নরসিংদীর নবকণ্ঠ ডেস্ক:

নরসিংদী সদর উপজেলার করিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হত্যা মামলার পলাতক আসামী মো. কাদির মিয়া (৫৫) ওরফে শুটার কাদির কে গ্রেফতার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ।

জানা গেছে, বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) নরসিংদী মডেল থানা পুলিশের একটি চৌকস দল নরসিংদী বাজার থেকে কাদির কে গ্রেফতার করেছে। কাদির মিয়া করিমপুর ইউনিয়নের রসুলপুর কান্দাপাড়া এলাকার পিতা সাবাজ মিয়ার পুত্র। পুলিশ সূত্রে জানা গেছে কাদির মিয়ার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
মামলার বিবরণে জানা গেছে, ১৯/০৭/২৪ তারিখ বিকাল অনুমান ৩টার সময় নরসিংদী জেলখানা মোড়ে ছাত্র জনতার আন্দোলনের সময় গ্রেফতারকৃত আসামীসহ অন্যান্য আসামীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ছাত্রজনতার মাঝে ভীতি সঞ্চার করে ও তাদের লক্ষ্য করে নির্বিচারে গুলি ছুড়তে থাকে। আসামীদের ছোড়া গুলি মামলার বাদীর ছেলে আজিজুলের শরীরে বিদ্ধ হয়। অতঃপর গুরুতর আহত অবস্থায় বাদীর ছেলেকে জেলা হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত ডাক্তার বাদীর ছেলে আজিজুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরবর্তীতে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় বিগত ইং ২২/০৭/২৪ রাত ১টায়  বাদীর ছেলে আজিজুল মারা যায়। আজিজুল হত্যা মামলায় কাদির কে গ্রেফতার করা হয়েছে।

সংবাদটি সর্বমোট 431 বার পড়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *