নিজস্ব প্রতিবেদক:
ধর্ম মন্ত্রণালয়ের আওতাধীন হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক বাস্তবায়নাধীন ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় নরসিংদী জেলা কার্যালয়ে নরসিংদীর বিভিন্ন মন্দিরের ২৫জন সেবাইতদের নিয়ে সামাজিক মূল্যবোধ, গৃহপালিত পশুপালন ও মৎস্যচাষ এবং কৃষি ও বনায়ন বিষয়ে ৯দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচী উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ২৩/০২/২০২৩ইং তারিখে হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের, ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প (২য় পর্যায়) প্রকল্প পরিচালক প্রফে: শিখা চক্রবর্তী অনলাইনে সংযুক্ত থেকে প্রশিক্ষণ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সেলিনা আক্তার, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: নাজমুল হক এবং উপস্থিত ছিলেন নরসিংদী জেলা কার্যালয়ের মাস্টার ট্রেইনার পার্থ চক্রবর্তী।
সভাপতিত্ব করেন নরসিংদী জেলা অফিসের দায়িত্ব প্রাপ্ত জুনিয়র কনসালটেন্ট পিংকি পাল ও সঞ্চালনায় ছিলেন জুনিয়র কনসালটেন্ট রুবেল দাস।
সংবাদটি সর্বমোট 259 বার পড়া হয়েছে