নরসিংদীর ৭ গৃহহীন পরিবারে গৃহ হস্তান্তর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:
মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশের প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তর শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (১০ এপ্রিল) ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এসবের উদ্বোধন করা হয়।
সারাদেশের ন্যায় উক্ত অনুষ্ঠানে নরসিংদী পুলিশ লাইনস্ প্রান্ত থেকে সরাসরি যুক্ত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম। এছাড়া নরসিংদী জেলার সকল থানা থেকেও ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে উক্ত অনুষ্ঠানে সরাসরি যুক্ত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
মুজিবশতবর্ষে ‘বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে পুলিশ বিভাগের উদ্যোগে নরসিংদী জেলার ৭টি থানার গৃহহীন ও হতদরিদ্র ৭ পরিবার পাচ্ছেন মাথা গোঁজার ঠাঁই। এছাড়া নরসিংদী জেলার প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এর মাধ্যমে সেবা প্রদান করে যাচ্ছেন নরসিংদী জেলা পুলিশের সদস্যগণ।

সংবাদটি সর্বমোট 292 বার পড়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *