নিজস্ব প্রতিবেদক:
সম্প্রতি নরসিংদী জেলা অন্তিম সেবা ফাউন্ডেশন এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খন্দকার আব্দুল মোমেন, সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআইডি ইন্সপেক্টর কাশিফ সানোয়ার।
বক্তব্য রাখেন সহ-সভাপতি ডাক্তার শরিফ, সাংগঠনিক সম্পাদক মো. হানিফ, প্রচার সম্পাদক আতিক খন্দকার, নরসিংদী সদর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা বাবুল, সমাজসেবক মোস্তফা মিয়া, জানা যায় অন্তিম সেবা ফাউন্ডেশন একটি সেবামূলক সংগঠন এ সংগঠনটি দীর্ঘদিন যাবৎ নরসিংদীতে বেওয়ারিশ লাশ দাফন করে আসছে পাশাপাশি সমাজসেবামূলক কর্মকা- করে যাচ্ছে, এই সংগঠনে এই পর্যন্ত, ৪৬ জন বেওয়ারিশ লাশ দাফন করেছে, ৮৭ জন অসুস্থ রোগীকে ব্লাড ডোনেশন করেছে, সিলেটের ভান বাসি মানুষের মাঝে আড়াই লক্ষ টাকার ত্রাণ সামগ্রী দিয়েছে, এবং একটি কবরস্থান পরিষ্কার-পরিচ্ছন্নভাবে পরিচালনা করছেন। সংগঠনের সভাপতি খন্দকার আব্দুল মোমেন জানান সম্পূর্ণ আমাদের নিজস্ব অর্থায়নে আমরা এই সকল সেবা দিয়েছি ভবিষ্যতে ও আমাদের সেবা অব্যাহত থাকবে অন্তিম সেবা ফাউন্ডেশন নিজস্ব অর্থায়নে বেওয়ারিশ লাশ দাফন কাফন করে থাকে, পাশাপাশি মানব জাতির কল্যাণে কাজ করে, আমরা দেশ ও দশের দোয়া চাই, সিআইডি ইন্সপেক্টর সংগঠনের উপদেষ্টা কাশিফ সানোয়ার বলেন আমরা সম্পূর্ণ হালাল আয় থেকে এই সংগঠন পরিচালনা করি আমাদের নিজস্ব অর্থে মানবের কল্যাণ কাজ করে যাচ্ছি এবং বে ওয়ারিশ লাশ দাফন কাফনের ব্যবস্থা করছি। সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বলেন ধর্মীয় নিয়ম-নীতি মেনে সরকারি আইন কানুন মেনে সংগঠন পরিচালিত হচ্ছে আমরা সকলের দোয়া ও সহযোগিতা চাই। সভায় সংগঠনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন সভা শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।
সংবাদটি সর্বমোট 156 বার পড়া হয়েছে