নবকণ্ঠ ডেস্ক:
শেখ রাসেল বাংলাদেশের প্রতিটি শিশু-কিশোর, তরুণ, শুভবুদ্ধিবোধ সম্পন্ন মানুষের কাছে একটি আদর্শ ও ভালোবাসার নাম। নরসিংদী জেলা পুলিশের পক্ষ থেকে শেখ রাসেল দিবস ২০২২ উদযাপন করা হয়েছে। শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও বর্ণাঢ্য র্যালিসহ নানাবিধ কর্মসূচি গ্রহণ করা হয়।
১৮ অক্টোবর মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন ও শেখ রাসেল দিবস ২০২২ উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অবস্থিত জয় বাংলা চত্বরে স্থাপিত শেখ রাসেলের প্রতিকৃতিতে, শেখ রাসেল নির্মলতার প্রতীক, দূরন্ত প্রাণবন্ত নির্ভীক এই শ্লোগানে নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, পিপিএম এর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদটি সর্বমোট 141 বার পড়া হয়েছে