অরবিন্দ রায়:
নরসিংদী নতুন শিক্ষাক্রমে শিক্ষকদের পাঁচদিন ব্যাপী প্রশিক্ষণ আজ রবিবার বিকেলে শেষ হয়েছে। প্রশিক্ষণের শেষ দিনে সমাপনী অনুষ্ঠানের বক্তব্য রাখেন নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ মো.মুস্তাক আমাহমেদ ভূইয়া, নরসিংদী জেলা শিক্ষা অফিসার গৌতম মিএ, উপজেলা শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, প্রশিক্ষক সহ আরো অনেকে। নতুন শিক্ষাক্রমের প্রশিক্ষণ বিভিন্ন বিষয়ে ৯ শত ৩০ শিক্ষক অংশ গ্রহন করেন। যে সব বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে শিল্প ও সংস্কৃতি বিষয়ে ৫৯ জন, ইংরেজি বিষয়ে ১শত ৩৩ জন, জীবন ও জীবিকা বিষয়ে ১ শত ১ জন, গনিত বিষয়ে ৯৯ জন, ইসলাম শিক্ষা বিষয়ে ৬১ জন, ইতিহাস ও সামাজিক বিষয়ে ১ শত ১১ জন, স্বাস্হ্য সুরক্ষা বিষয়ে ৪৮ জন, বাংলা বিষয়ে ৯৮ জন, ডিজিটাল প্রযুক্তি বিষয়ে ৭৪ জন, হিন্দু ধর্ম বিষয়ে ৪৮ জন, বিজ্ঞান বিষয়ে ৯৭ জন শিক্ষক অংশ গ্রহন করেন।
পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গনিতের প্রশিক্ষণার্থী সুকুমার চন্দ্র কর জানান, নতুন কারিকুলামের প্রশিক্ষণ খুব ভালো লেগেছে। আন্তর্জাতিক মানের লেখা পড়ার সাথে মিল রেখে নতুন এই কারিকুলাম তেরি করা হয়েছে। আশা করি ছাএরা উপকৃত হবে।
সংবাদটি সর্বমোট 154 বার পড়া হয়েছে