নরসিংদী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে যাকাত তহবিলের অর্থ বিতরণ

 

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে যাকাত তহবিল হতে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

আজ ১৭ এপ্রিল ২০২৩ নরসিংদী জেলা প্রশাসন কৃর্তক পরিচালিত, নরসিংদী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ৭জন অতিদরিদ্র ও অসহায় শিক্ষার্থী ও ৩জন কর্মচারী মাঝে যাকাত তহবিল হতে নগদ অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠানটি বিদ্যালয় আঙিনায় অনুষ্ঠিত হয়। যাকাত তহবিলে অর্থ সহযোগিতা করেন, নরসিংদীর সাবেক জেলা প্রশাসক, সৈয়দা ফারহানা কাউনাইন ও সুইড বাংলাদেশ নরসিংদী শাখার সভাপতি, ও কমিটির সদস্যবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, আবু নইম মোহাম্মদ মারুফ খানের প্রতিনিধি, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মুসফিকুর রহমান। বক্তব্যে তিনি অভিভাবকদের বলেন, আপনাদের সন্তানের পাশে জেলা প্রশাসনের সহযোগিতার হাত থাকবে, আপনারা নিয়মিত স্কুলে আসবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডা. মো. আবু কাউছার সুমন। সভাপতিত্ব করেন, প্রধান শিক্ষক, মো: জসিম উদ্দিন সরকার। এ সময় বিদ্যালয়ের শিক্ষাক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি সর্বমোট 226 বার পড়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *