নরসিংদী-১ আসনের স্বতন্ত্রপ্রার্থীকে নির্বাচনী ক্যাম্প অপসারণের নির্দেশ

নরসিংদীর নবকণ্ঠ ডেস্ক:

নরসিংদী-০১ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী মো: কামরুজ্জামানকে ২টি ক্যাম্প অপসারণের নির্দেশ দিয়ে নোটিশ দেওয়া হয়েছে। নরসিংদী পৌর এলাকার সাটিরপাড়াস্থ শ্রম কল্যাণ অফিস সংলগ্ন এলাকায় নৌকা প্রতীকের নির্বাচনী ক্যাম্পের সাথে গা ঘেষে মাত্র ২ ফুট দূরত্বে এবং পশ্চিম কান্দারপাড়াস্থ নৌকা প্রতীকের নির্বাচনী ক্যাম্পের বিপরীত পাশে ক্যাম্প স্থাপনের ফলে উত্তেজনা, আতংক ও ক্ষোভ বিরাজমান মর্মে উল্লেখ করে ২৭ ডিসেম্বর নরসিংদীর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, ড. বদিউল আলম স্বাক্ষরিত একটি চিঠিতে এ নির্দেশ প্রদান করা হয়।
চিঠিতে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, আপনি মো: কামরুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী, ১৯৯ নরসিংদী-১, নরসিংদী জেলাধীন পৌর এলাকার সাটিরপাড়াস্থ শ্রম কল্যাণ অফিস সংলগ্ন এলাকায় নৌকা প্রতীকের নির্বাচনী ক্যাম্পের সাথে ঘা ঘেষে মাত্র ০২ ফুট দূরত্বে এবং পশ্চিম কান্দাপাড়া (সেবা সংঘের মোড়) এলাকায় নৌকা প্রতীকের নির্বাচনী ক্যাম্পের বিপরীত পার্শ্বে আপনার নির্বাচনী প্রতীক ঈগলের ক্যাম্প স্থাপন করেছেন। ফলশ্রুতিতে ভোটারদের মধ্যে ভয়-ভীতি, উত্তেজনা, আতংক ও ক্ষোভ বিরাজ করছে মর্মে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অভিযোগ দাখিল করা হয়েছে। এহেন কর্মকান্ডে উক্ত এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাতে এবং জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার পথে অন্তরায় হতে পারে। এমতাবস্থায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও সুন্দর রাখার স্বার্থে নরসিংদী পৌর এলাকার উল্লিখিত ০২ (দুই) টি স্থান হতে আপনার নির্বাচনী ক্যাম্প সরিয়ে অন্যত্র স্থাপন করার জন্য বলা হলো।

শান্ত বণিক/নবকণ্ঠ

সংবাদটি সর্বমোট 420 বার পড়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *