নরসিংদী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে শোকজ

নরসিংদীর নবকণ্ঠ ডেস্ক:

নরসিংদী-০৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো: সিরাজুল ইসলাম মোল্লার পক্ষে জয়নগর ইউনিয়নে প্রচারণাকালে সাত হাজার দেশীয় অস্ত্র প্রস্তুত রেখে নির্বাচনের দিন সে সকল প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের হুমকি প্রদর্শনকারী নাদিম সরকারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ২৭ ডিসেম্বর নরসিংদীর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, ড. বদিউল আলম স্বাক্ষরিত একটি চিঠিতে এ কারণ-দর্শানোর নোটিশ প্রদান করা হয়।
চিঠিতে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, আপনি নাদিম সরকার, নরসিংদী-৩, সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী জনাব মো: সিরাজুল ইসলাম মোল্লার পক্ষে জয়নগর ইউনিয়নে প্রচারণাকালে ৭,০০০ (সাত হাজার) দেশীয় অস্ত্র (টেটা, সুলফী, ছুড়া, লোহার রড এবং শাবল) প্রস্তুত রেখে নির্বাচনের দিন সে সকল প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের হুমকি প্রদর্শন করেছেন (কালের কণ্ঠ পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী)। এমতাবস্থায়, নির্বাচনী প্রচারণাকালে উস্কানিমূলক বক্তব্য প্রদানের জন্য আপনার বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না সে মর্মে পত্র প্রাপ্তির ২৪ ঘন্টার মধ্যে লিখিতভাবে নিম্নস্বাক্ষরকারীর নিকট কারণ দর্শানোর জন্য বলা হলো।
পত্র প্রাপ্তির ২৪ ঘন্টার মধ্যে পত্র স্বাক্ষরকারীর কার্যালয়ে জবাব দাখিল করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

শান্ত বণিক/নবকণ্ঠ

সংবাদটি সর্বমোট 453 বার পড়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *