নিজস্ব প্রতিবেদক:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চার কেজি ওজনের ৩৬টি সোনার বারসহ একজনকে আটক করা হয়েছে।
আজ শুক্রবার সকালে ঢাকা কাস্টম হাউস প্রিভেন্টিভ টিম মো. সুরুজ্জামান নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। আটকৃত ব্যক্তি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন। ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. সানোয়ারুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
কাস্টম সূত্র জানায়, তাঁর কাছ থেকে জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় চার কোটি টাকা।
সানোয়ারুল কবির জানান, আটক ব্যক্তি বেবিচকে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করেন। বিমানবন্দরের ল্যান্ডিং স্টেশনে চোরাচালানে সহায়তা করার সময় তাকে হাতেনাতে আটক করা হয়। তার বিরুদ্ধে কাস্টমস আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। সূত্র: কালের কণ্ঠ
সংবাদটি সর্বমোট 209 বার পড়া হয়েছে