পলাশে যথাযোগ্য মর্যাদায় ঈদে মিলাদুন্নবী (সঃ) পালিত

পলাশ থেকে সংবাদদাতা:

গত রবিবার ১২ রবিউল আউয়াল দিনটি মুসলিম উম্মাহর কাছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) নামে পরিচিত। এই দিনে আরবের মক্কা নগরীর সম্ভ্রান্ত কুরাইশ গোত্রে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)।

সারাদেশের ন্যায় নরসিংদী জেলার পলাশ উপজেলায়ও যথাযোগ্য মর্যাদায় ঈদে মিলাদুন্নবী (সঃ) আল্লামা হজরত মাওলানা পাগল বেলায়েত শাহ’র উদ্যোগে একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কালির হাট মোড় থেকে পারুলিয়া হয়ে পলাশ, ঘোড়াশাল ও ভাটপাড়া হয়ে কালিরহাট মোড়ে এসে শেষ হয়। উক্ত শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ ডা. আনোয়ারুল আশরাফ খান দিলিপ, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌরসভার মেয়র আল মুজাহিদ হোসেন তুষার ও জিনারদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রফেসর মোঃ কামরুল ইসলাম গাজী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি সর্বমোট 160 বার পড়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *