অরবিন্দ রায়:
নরসিংদীর ঐতিহ্যবাহী পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত উচ্চ বিদ্যালয়ে ১০৩ তম সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে। মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে প্রতিবছর সরস্বতী পূজা উদযাপন করা হয়। সনাতন ধর্মের মানুষ বিশেষ করে শিক্ষার্থীরা মনে করেন সরস্বতী পূজা করলে বিদ্যা লাভ হয়। সরস্বতী পূজা করার মূল উদ্দেশ্য হলো সরস্বতী প্রতি শ্রদ্ধা প্রকাশ করা ও জ্ঞান অর্জনে আগ্রহী হওয়া। আজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বাড়িতেব বাড়িতে সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে।
সিনিয়র শিক্ষক পঞ্চমী রানী দে কে আহবায়ক করে ৯ সদস্য বিশিষ্ট পূজা উদযাপন কমিটির গঠন করা হয়। সহকারী প্রধান শিক্ষক সুকুমার চন্দ্র কর, সিনিয়র শিক্ষক দুলু চন্দ্র সূএধর, সিনিয়র শিক্ষক ছন্দা রানী সাহা, সিনিয়র শিক্ষক সুজিত কুমার দাস, সহকারী শিক্ষক সুজন দও, সহকারী শিক্ষক জীবন কুমার দাস, সহকারী শিক্ষক সহকারী শিক্ষক হৃদয় চন্দ্র ঘোষ সদস্য করা হয়। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে।
সংবাদটি সর্বমোট 141 বার পড়া হয়েছে