অনলাইন ডেস্ক:
বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এলো বাংলাদেশ ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতেই টপকে গেছে ইংল্যান্ডকে। পাশাপাশি প্রথম দল হিসেবে ১০০ পয়েন্ট অর্জন করল বাংলাদেশ।
আফগানিস্তান সিরিজের আগে ১২ ম্যাচে ৮০ পয়েন্ট ছিল বাংলাদেশের।
সিরিজের প্রথম দুই ম্যাচ জিতেই ১০০ পয়েন্ট স্পর্শ করল সাকিব-তামিমরা। ১৫ ম্যাচে ৯ জয়ে ৯৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে ইংল্যান্ড। তৃতীয় অবস্থানে থাকা ভারত ১২ ম্যাচে অর্জন করেছে ৭৯ পয়েন্ট।
চতুর্থ স্থানে আয়ারল্যান্ড, ১৮ ম্যাচে ৬৮ পয়েন্ট তাদের। সমান ১৮ ম্যাচে ৬ জয়ে ৬২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে শ্রীলঙ্কা। ছয়ে থাকা আফগানিস্তান ৮ ম্যাচে অর্জন করেছে ৬০ পয়েন্ট। নয় ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে অষ্ট্রেলিয়া। ৫০ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিস অষ্টম অবস্থানে। ৪০ ও ৩৯ পয়েন্ট নিয়ে পাকিস্তান নবম এবং দক্ষিণ আফ্রিকা দশম স্থানে আছে। তিন ম্যাচে ত্রিশ পয়েন্ট নিউজিল্যান্ডের অবস্থান বারোতম স্থানে।
আইসিসি সুপার লিগের পয়েন্ট অনুযায়ীই ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে দলগুলো। সূত্র: কালের কণ্ঠ
সংবাদটি সর্বমোট 181 বার পড়া হয়েছে