ফিরে এসো
শাহিনূর পারভীন
দুনিয়া আজ নিঃশব্দে ধুঁকছে
মনুষ্য জাতি তোমাদের খুঁজছে।
আবারও ফিরে এসো
হযরত আলী।
আরবের ভীত করতে শক্তিশালী।
ফিরে এসো,
খালিদ বিন ওয়ালিদ।
আহাজারি শুনে শুনে কল্ল
নিপিড়নে হচ্ছি নৈবদ্য।
আবারও ফিরে এসো
সালাউদ্দিন আইয়ুবী,
মজলুমের নীড়ে বীরের বেশে।
আবারও ফিরে এসো,
রুকনু উদ্দিন বাইবারস।
শক্তি ধরেরা লুট করে
করছে মোদের নিঃশেষ!
আবারও ফিরে এসো আর্তোগ্রুোল গাজি,
কম্পন তুলে করো কম্পিত
সত্যকে করো প্রতিষ্ঠিত,
চাই বুদ্ধি,বাহুবল,অখণ্ডতা,
অশ্রাব্য বাদে গড়ি একাগ্রতা।
আবারও ফিরে এসো তৈমুর লং
মর্তলোকে জালাও আলো
সুদ বিনে বাঁচাও প্রাণ!
তেজস্বী দীপ্ত জ্বালো।
পৃথিবী বিষাদ’ময় তায়
প্লাবিত হতে ঢের দেরী নয়,
অনুলাপের গুরুত্ব এখনো সক্রিয়।
দিকদিগন্ত স্বার্থবাদীর স্পর্শে
ধেয়ে আসে সন্ধ্যা সবুজ ললাটে!
চাইনা চেঙ্গিস, এ জেন্ত জ্বলন
চাই মিলনের বিশোধন।
সংবাদটি সর্বমোট 136 বার পড়া হয়েছে